মুম্বই : পরিচালক অনুভব সিনহার সঙ্গে ফের জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা । আজ তাঁদের দ্বিতীয় ছবির কথা ঘোষণা করলেন তিনি । ছবির নাম 'অনীক'। এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতে চলেছে এর শুটিং ।
এর আগে অনুভবের 'আর্টিকল 15' ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান । 2019-এ মুক্তি পেয়েছিল ছবিটি । এরপর ফের 'অনীক'-এ একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা । এটি একটি অ্যাকশন-থ্রিলার । আজই প্রকাশ্যে এসেছে এই ছবিতে আয়ুষ্মানের ফার্স্টলুক ।
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন আয়ুষ্মান । সেখানে জঙ্গলের মধ্যে হাতে ক্ল্যাপবোর্ড নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে আয়ুষ্মান ও অনুভবকে । আর পরবর্তী ছবিতে গাড়ির মধ্যে বসে রয়েছেন আয়ুষ্মান । ছবিতে এলোমেলো হয়ে রয়েছে তাঁর চুল । ভ্রুতে কাটার দাগ । গালে চাপ দাড়ি ।