মুম্বই : আয়ুষ্মান আর তাহিরার সম্পর্ক বহুদিনের । অনেক উত্থান পতন এসেছে সম্পর্কে, তবে কেউ কারও হাত ছাড়েননি । তাই বলিউডের অন্যতম সফল দম্পতি মনে করা হয় তাঁদের । ডেটিংয়ের প্রথম বছরের ছবি শেয়ার করলেন তাহিরা ।
যুবক ও যুবতী আয়ুষ্মান ও তাহিরা । মাঝখানে একটু দূরত্ব রেখে বসে রয়েছেন দু'জনে । একটু অস্বস্তি একটু ভালোলাগা লেগে রয়েছে তাঁদের দৃষ্টিতে ।