মুম্বই : আয়ুষ্মান খুরানার আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। এই ছবির সংলাপকে ব্যবহার করে কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে একটি মিম তৈরি করে মহারাষ্ট্র পুলিশ । এরপর নিজেদের অফিসিয়াল টুইটার পেজে সেটিকে পোস্ট করে তারা । এবার মহারাষ্ট্র পুলিশকে সমর্থন জানিয়ে সেই মিমের জবাব দিলেন আয়ুষ্মান ।
'গুলাবো সিতাবো'-র একটি ছবি টুইটারে পোস্ট করে মহারাষ্ট্র পুলিশ । যেখানে দেখা গিয়েছে আয়ুষ্মান ও অমিতাভকে ।
ছবির ক্যাপশনে মারাঠিতে লেখা, "বাড়ি আপনার, জমি আপনার, আপনার ইচ্ছে । কিন্তু, আপনার নিরাপত্তার জন্য বাইরে যাওয়ার অনুমতি আমাদের । কোরোনা ভাইরাসের থেকে দূরে থাকার সবথেকে নিরাপদ জায়গা হল আপনার বাড়ি । কোনও কারণ ছাড়া বাড়ি থেকে বের হবেন না । নিরাপদে থাকুন ।"
এই টুইটের জবাব হিসেবে আয়ুষ্মান লেখেন, "মহারাষ্ট্র পুলিশ একেবারেই ঠিক কথা । বাড়িতে থাকাই একেবারে নিরাপদ, বাইরে যাওয়া নয় ।"
তবে এটাই প্রথমবার নয় । এর আগেও মানুষকে সচেতন করতে বলিউড সিনেমার সংলাপ ব্যবহার করেছিল । 'ম্যায় হু না' ও 'স্ত্রী'-র বিভিন্ন সংলাপ ব্যবহার করে তারা ।