পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার সীতা, দ্রৌপদী ও রাধার ভূমিকায় আয়ুষ্মান! - Dream Girl

এবার সীতা, দ্রৌপদী ও রাধার ভূমিকায় দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। তাঁর আগামী ছবি 'ড্রিম গার্ল'-এ পৌরাণিক চরিত্রগুলিতে আয়ুষ্মানকে মহিলাদের পোশাকেই দেখা যাবে।

ছবি সৌজন্য সোশাল মিডিয়া

By

Published : May 3, 2019, 8:31 AM IST

মুম্বই : রাজ শান্দিয়ালের ডেবিউ ছবি 'ড্রিম গার্ল'। আদ্যোপান্ত কমেডি ছবি। আর এই ছবিতেই সীতা, দ্রৌপদী ও রাধার ভূমিকায় দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে।

সম্প্রতি PTI -কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ছবির পরিচালক রাজ। তাঁর কথায়, "আমি এখনই বেশি কিছু বলতে পারব না তবে ছবির নামটাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। যেটা বলতে পারব সেটা হল, ছবিতে আয়ুষ্মানকে রামায়ণের সীতা, মহাভারতের দ্রৌপদী ও কৃষ্ণলীলার রাধা সাজতে দেখা যাবে। এবার কেন ও কীভাবে ও সাজবে সেটা নিয়েই গোটা গল্প।"

সম্প্রতি চিনে 'অন্ধাধুন' মুক্তি পেয়েছে। ছবির সাফল্যে মুগ্ধ আয়ুষ্মান। দেশ-বিদেশে তাঁর ছবি যে এত প্রশংসিত হবে তা ভাবতেই পারেনি। প্রথম থেকেই অন্য কিছু করার তাগিদে এমন বিষয় নিয়ে তিনি ছবি করেছেন, যে সেগুলি বলিউডে নানাভাবে নিজের জায়গা তৈরি করেছে নিয়েছে।

টিভি শো রোডিস থেকে উত্থান আয়ুষ্মানের। পরে দীর্ঘদিন সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাঁকে। কিন্তু, সুজিত সরকারের 'ভিকি ডোনার' তাঁর অভিনয়ের স্বপ্নটা পূরণ করে। ডেবিউয়ের পর বলিউডে পাড়ি জমাতে গিয়ে কেটেছে অনেক বছর। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় শরৎ কাটারিয়ার পরিচালনায় 'দম লাগাকে হাইসা' আয়ুষ্মানকে আবারও ফ্রন্টফুটে এনে দেয়।

এরপর একে একে 'শুভ মঙ্গল সাবধান', 'বাধাই হো', 'বরেলি কি বরফি' ও 'অন্ধাধুন'-এর মতো ছবি তিনি উপহার দিয়েছেন। প্রত্যেক ছবিতেই নতুন করে পাওয়া গেছে আয়ুষ্মানকে।

ABOUT THE AUTHOR

...view details