পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অমিতাভকে নিয়ে আবেগঘন পোস্ট আয়ুষ্মানের - amitabh in Gulabo Sitabo

আজই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি 'গুলাবো সিতাবো'। এরপর আজ ইনস্টাগ্রামে বিগ বিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন আয়ুষ্মান ।

ো্
োে্

By

Published : Jun 12, 2020, 4:51 PM IST

মুম্বই : 'গুলাবো সিতাবো'-তে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন আয়ুষ্মান খুরানা । এই ছবি আয়ুষ্মানের কাছে স্বপ্নপূরণের সমান । ছোটোবেলায় বিগ বির থেকে অভিনয়ের অনুপ্রেরণাও পেয়েছেন তিনি ।

আজই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় এই ছবি । এরপর অমিতাভকে নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন আয়ুষ্মান । লেখেন, "আমাদের দেশের কোনও যুবক যখন অভিনয় জগতে পা রাখার সিদ্ধান্ত নেয়, তখন তার লক্ষ্য হয় অমিতাভ বচ্চন হওয়া । আমার শেষ ছবিতে একটা সংলাপ ছিল যে 'বচ্চন কখনও তৈরি হওয়া যায় না, বচ্চন তো জন্ম থেকেই হয়'। ছোটোবেলায় আমি চণ্ডীগড়ের নীলাম সিনেমা হলে 'হাম' ছবিটি দেখেছিলাম । তখন বড় বচ্চনকে স্ক্রিনে দেখেই ঠিক করেছিলাম যে আমিও অভিনেতা হব ।"

সুজিত সরকারের পরিচালনায় ও অমিতাভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে আয়ুষ্মান বলেন, "আমার প্রথম টিভি শুট হয়েছিল মুকেশ মিলসে । আর এটা ছিল সেই জায়গা যেখানে 'হাম'-এর 'ঝুম্মা চুম্মা দে দে' গানের শুট করা হয় । ওইদিন আমার অসাধারণ একটা অনুভূতি হয় । মনে হয় অবশেষে পৌঁছে গিয়েছি । এই অনুভূতি যদি তখনই হয়ে থাকে তাহলে এখন ঠিক কীরকম অনুভূতি হচ্ছে আশাকরি আপনারা বুঝতে পারছেন । 'গুলাবো সিতাবো' ছবিতে একে অপরের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই ভালো ছিল না । কিন্তু, বাস্তবে অমিতাভের মতো একজন বড় মাপের তারকা সম্পর্কে আমি কিছুই বলতে পারব না । অমিতাভ বচ্চনের মতো একজন সুপারহিরোর সঙ্গে এক ফ্রেমে আমাকে তুলে ধরার জন্য সুজিতদাকে ধন্যবাদ জানাতে চাই ।"

'গুলাবো সিতাবো'-র পটভূমিকায় রয়েছে লখনউ শহর । জুহি চতুর্বেদীর সঙ্গে এই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুজিত সরকারও । খিটখিটে বাড়িওয়ালা মির্জা ওরফে গুলাবো আর বুদ্ধিমান কিন্তু গোঁয়ার ভাড়াটে বাঁকে বা সিতাবোর মজাদার গল্পই তুলে ধরা হয় ছবিতে ।

ABOUT THE AUTHOR

...view details