পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার সমকামিতার গল্প বলবেন আয়ুষ্মান

একের পর এক ছবির সাফল্যের পর এবার একেবারে অন্য় ধরনের ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

ছবি সৌজন্য আয়ুষ্মান খুরানা ইনস্টাগ্রাম

By

Published : May 9, 2019, 11:31 AM IST

মুম্বই : এবার সমকামিতা নিয়ে তৈরি ছবিতে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। 'শুভ মঙ্গল সাবধান'-এর ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি এটি। ছবির নাম 'শুভ মঙ্গল জ়্যায়াদা সাবধান'।

২০১৭ সালে মুক্তি পায় 'শুভ মঙ্গল সাবধান'। ছবিটি প্রযোজনা করেছিলেন পরিচালক আনন্দ এল রাই। বরাবর সামাজিক ট্যাবু নিয়ে ছবি করেছেন আয়ুষ্মান। এই ছবিটিও এমনই একটি সামাজিক ট্যাবু নিয়ে ছিল। সাফল্য়ও এসেছিল ছবির ঘরে।

আর সেই ছবির সাফল্যের জেরেই ফের একবার জুটি বাঁধছেন আনন্দ ও আয়ুষ্মান। ছবির বিষয় সমকামিতা। অগাস্টের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং। মুক্তি ২০২০ সালে। ইতিমধ্যে চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়েছে বলেও খবর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ছবিটি একটি রক্ষণশীল পরিবারের গল্প। তাদের পরিবারের ছেলে সমকামী। তা জানতে পেরে সেই পরিবার কী করে সেটা নিয়েই এগোবে ছবিটি। যদিও ছবির বাকি কাস্টের নাম এখনও সামনে আনেননি নির্মাতারা।

এদিকে আয়ুষ্মানের হাতে আছে অনেকগুলি ছবি। ড্রিম গার্ল, বালা, আর্টিক্য়াল ১৫। এই সব ছবির কাজ শেষ করেই তিনি 'শুভ মঙ্গল জ়্যায়াদা সাবধান'-এ হাত দেবেন।

ABOUT THE AUTHOR

...view details