মুম্বই : দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে 'বালা' । টরোন্টোর লেভাজ়া ড্রাইভ-ইন ফেস্টিভালে দেখানো হবে আয়ুষ্মান খুরানা-ভূমি পেদনেকর-ইয়ামি গৌতম অভিনীত এই ছবিটি ।
অমর কৌশিক পরিচালিত 'বালা'-র স্ক্রিনিং হবে 31 জুলাই । ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন । তরণ এই খবরটাও জানিয়েছেন যে, এই আন্তর্জাতিক মানের ফেস্টিভালে 'বালা'-ই একমাত্র ভারতীয় ছবি ।
আয়ুষ্মান খুরানা তাঁর প্রতি ছবিতে তুলে ধরেন কোনও না কোনও সামাজিক বা মানসিক ট্যাবুর কথা। কখনও কখনও তা 'আর্টিকল 15'-এর মতো গুরুগম্ভীর ছবির জন্ম দেয় আর কখনও তা 'বাধাই হো'-র মতো হাস্যরসাত্মক ছবি উপহার দেয় দর্শককে। 'বালা' আয়ুস্মানের তেমনই এক ছবি, যেখানে একজন চুল উঠে যাওয়া মধ্যবিত্ত যুবকের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে।
ছবিটি বক্স অফিসেও বেশ সাড়া ফেলে । প্রথম দিনেই উপার্জন করে 10.15 কোটি টাকা । আর একই সঙ্গে 'বালা' হয়ে ওঠে আয়ুষ্মানের ক্যারিয়ারে এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বাধিক বড় ওপেনার ফিল্ম ।