মুম্বই : কোরোনাকালে ছবির শুটিং করা খুব ঝামেলার । সবাই সুস্থ থেকে, সবাইকে সুস্থ রেখে এত বড় কর্মযজ্ঞ করা সত্যিই বড় চাপের । তবে সুষ্ঠুভাবে 'চণ্ডীগড় করে আশিকী'-র শুটিং সম্পন্ন হল সবার মিলিত প্রচেষ্টায় ।
ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ শেয়ার করেছেন খবরটি । তাঁর পোস্ট করা ছবিতে আয়ুষ্মান-বাণী সহ ছবির অন্যান্য টিম মেম্বাররা কেক কেটে উদযাপন করছেন বিশেষ মুহূর্তটা ।
এই ছবির শুটিং চলাকালীন পুরো সময়টাই চণ্ডীগড়ে এক হোটেলে ছিলেন সবাই । আয়ুষ্মানের বাড়ি চণ্ডীগড়ে । সেখানে তাঁর বাবা-মা, স্ত্রী-ছেলেমেয়ে সবাই ছিলেন । তবুও কোরোনার কথা মাথায় রেখে হোটেলেই থাকছিলেন আয়ুষ্মান ।
'চণ্ডীগড় করে আশিকী'-র জন্য নিজের ভোল বদলেছেন অভিনেতা । স্পোর্টসম্যানের চরিত্রে অভিনয় করছেন বলে বেশ কসরৎ করে শরীর বানিয়েছেন আয়ুষ্মান । বদলেছে তাঁর হেয়ারস্টাইলও ।
কবে মুক্তি পাবে 'চণ্ডীগড় করে আশিকী' ? সেটা এখনও জানা যায়নি ।