মুম্বই : লকডাউনের মধ্যে ধৈর্য হারিয়ে ফেললে চলবে না । লকডাউনকে মেনে চলতে হবে । তা না হলে কোরোনা সংক্রমণ কোনওভাবেই ঠেকানো সম্ভব হবে না বলে জানিয়েছেন আয়ুষ্মান খুরানা ।
25 মার্চ 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মেয়াদ শেষ হয়ে যায় গতকাল । এরপর গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । জানান, 3 মে পর্যন্ত লকডাউন চলবে । লকডাউের মেয়াদ বাড়ানোর চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালেই । কারণ লকডাউনের জেরে সবকিছু বন্ধ থাকায় রোজগার করতে পারছেন না অনেকেই । কীভাবে দিন কাটাবেন সেটাই ভাবতে পারছেন না তাঁরা । আর এবার তাঁদের উদ্দেশেই আয়ুষ্মান বলেন, "৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । তাকে সমর্থন করুন । পাশাপাশি সরকারের দেওয়া নির্দেশও মেনে চলুন । কারণ সেগুলি আমাদের ও আরও অনেকের জীবন বাঁচানোর ক্ষমতা রাখে ।"