মুম্বই : অভিনেতারা বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে চান । সেটা হিরোর চরিত্র হোক বা ভিলেনের চরিত্র, অভিনয়ের সুযোগ থাকলে যে কোনও চরিত্রেই অভিনয় করতে রাজি অভিনেতারা । আয়ুষ্মান খুরানা মনেপ্রাণে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চান ।
শিল্পী @swapnilmpawar-এর কল্পনায় ব্যাটম্যান সিরিজ়ের ভিলেন চরিত্র 'জোকার'-এর বেশে সেজে উঠলেন আয়ুষ্মান । আর তাঁর এই অসাধারণ শিল্পকর্ম নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।