পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জোকারের বেশে আয়ুষ্মান ! - আয়ুষ্মান খুরানার খবর

হলিউডের বিখ্যাত ছবি এবং চরিত্র 'জোকার' । নামে জোকার হলেও, কাজকর্ম সে একেবারেই জোকারের মতো করে না । আদ্যোপান্ত নেগেটিভ চরিত্র একটি । তেমনই এক চরিত্রে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন আয়ুষ্মান খুরানা ।

Ayushmann khurrana joker
Ayushmann khurrana joker

By

Published : Jun 6, 2020, 3:40 PM IST

মুম্বই : অভিনেতারা বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে চান । সেটা হিরোর চরিত্র হোক বা ভিলেনের চরিত্র, অভিনয়ের সুযোগ থাকলে যে কোনও চরিত্রেই অভিনয় করতে রাজি অভিনেতারা । আয়ুষ্মান খুরানা মনেপ্রাণে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চান ।

শিল্পী @swapnilmpawar-এর কল্পনায় ব্যাটম্যান সিরিজ়ের ভিলেন চরিত্র 'জোকার'-এর বেশে সেজে উঠলেন আয়ুষ্মান । আর তাঁর এই অসাধারণ শিল্পকর্ম নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "অশুভ, ভয়ানক, দুষ্ট, শীতল, উপেক্ষিত অথচ ব্রিলিয়ান্ট, জিনিয়াস...সবসময় ভেবেছি 'জোকার'-এর মতো নেগেটিভ চরিত্রে অভিনয় করব । @swapnilmpawar-কে ধন্যবাদ আমার মনকে পড়ার জন্য আর এই অসাধারণ শিল্পকর্মটি তৈরি করার জন্য ।"

নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জোকার বেশী আয়ুষ্মানকে । দেখে নিন তাঁর নতুন লুক...

ABOUT THE AUTHOR

...view details