মুম্বই : আয়ুষ্মান খুরানা আজ বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা । তবে শুরুতে তাঁকে স্ট্রাগল কম করতে হয়নি । কাস্টিং কাউচের প্রস্তাব দেওয়া হয়েছিল আয়ুষ্মানকে । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন অভিনেতা ।
তিনি বলেন, "আমায় এক কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, 'তুমি যদি মুখ্য চরিত্রে অভিনয় করতে চাও তাহলে নিজের জিনিসপত্র দেখাও' । আমি তাকে জানিয়ে দিই যে, আমি স্ট্রেট । খুব নরম ভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করি ।"
ক্যারিয়ারের শুরুতে একাধিক বার রিজেক্টেড হয়েছেন আয়ুষ্মান । স্মৃতি হাতড়ে তিনি বললেন, "প্রথম দিকে একজন করে অডিশন নেওয়া হত । তবে দিন দিন সেই সংখ্যা বাড়তে থাকে । একটা ঘরে 50 জনকে অডিশন করা শুরু হয় । আমি প্রতিবাদ করেছিলাম বলে আমায় বেরিয়ে যেতে বলা হয় ।"
তবে সেই সমস্ত রিজেকশন বা ব্যর্থতা আয়ুষ্মানকে অনেকটা শক্ত করে দিয়েছে, নিজেই বললেন তিনি । বললেন, "আমি ব্যর্থতাকে সামলাতে পারি । কারণ আমার ক্যারিয়ারের শুরুটাই হয় ব্যর্থতা দিয়ে । প্রতি শুক্রবার সবকিছু বদলে যায়, এটা আমি জানি ।"
নিজের ক্যারিয়ারে বেশ কয়েকটা ভালো শুক্রবার দেখেছেন আয়ুষ্মান । ছবি হিট হয়েছে পরপর । আর তাই নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি ।