পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তাপসীর 'থাপ্পড়'-এ মুগ্ধ আয়ুষ্মান - আয়ুষ্মান খুরানা বললেন থাপ্পড় নিয়ে

'থাপ্পড়' দেখে মুগ্ধ হয়ে গেলেন আয়ুষ্মান খুরানা । তাপসী পান্নু অভিনীত এই ছবিকে বললেন এই প্রজন্মের সবথেকে গুরুত্বপূর্ণ ফিল্ম ।

Ayusmann Khurrana reacts over Thappad
Ayusmann Khurrana reacts over Thappad

By

Published : Feb 29, 2020, 1:45 PM IST

মুম্বই : 'থাপ্পড়' মুক্তি পাওয়ার পর থেকে চারপাশে ফিল্মের জয়জয়কার । দর্শক হোক বা সমালোচক, প্রত্যেকেই এক বাক্যে মেনে নিয়েছেন যে, এই সময়ের জন্য একেবারে উপযুক্ত ছবিটি সবদিক থেকে নিখুঁত । সেই তালিকায় যোগ দিলেন আয়ুষ্মান খুরানাও ।

ছবি দেখে আয়ুষ্মান তাঁর প্রতিক্রিয়া জানালেন সোশাল মিডিয়ায় । লিখলেন, "এই প্রজন্মের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি 'থাপ্পড়' ।" পরিচালক অনুভব সিনহাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষ্মান । "মাস্ট ওয়াচ" তকমা দিয়ে সবাইকে 'থাপ্পড়' দেখার পরামর্শ দিলেন আয়ুষ্মান ।

শুধু আয়ুষ্মান নয়, তাঁর স্ত্রী তাহিরা কাশ্য়পও মুগ্ধ 'থাপ্পড়' দেখে । পেশায় পরিচালক তাহিরা লিখলেন, "'থাপ্পড়' একটা অসাধারণ ফিল্ম । তবে নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই ছবি দেখলে তবেই উদ্দেশ্য স্বার্থক হবে । অনুভব সিনহা, আপনার ফিল্মমেকিংটাই একটা মাস্টার ক্লাস যেন । তাপসী এতটাই সহজ যে, তাঁর প্রতিটা অস্বস্তিও রিলেট করার মতো ।"

অনুভব সিনহার আগের ফিল্ম 'আর্টিকল 15'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান । সেই ছবিও একই ভাবে মন জিতে নিয়েছিল সবার ।

প্রথম দিনে 'থাপ্পড়'-এর বক্স অফিস কালেকশন 3.07 কোটি টাকা । তবে এত ভালো রিভিউ ও প্রতিক্রিয়ায় বাড়াতে পারে ছবির উপার্জন, মত ট্রেড অ্যানালিস্টদের ।

ABOUT THE AUTHOR

...view details