মুম্বই : 'আর্টিকল ১৫' মুক্তি পাওয়ার পরই আয়ুষ্মান উড়ে গেছিলেন লক্ষ্ণৌ। সেখানে 'বালা' আর 'গুলাবো সিতাবো' ছবির শুটিং চলছিল। তিন মাস পর তিনি ফিরলেন নিজের বাড়ি, ফিরলেন তাঁর স্ত্রী তাহিরার কাছে।
একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অভিনেতা। সেখানে তাহিরাকে দেখা যাচ্ছে মাটিতে বসে, যেন কিছু খুঁজছেন তিনি। ক্যাপশনে আয়ুষ্মান লিখেছেন, "জানি না ও কী খোঁজার চেষ্টা করছিল, বোধহয় বাড়ির চাবি হারিয়ে গেছিল।"