মুম্বই : প্রায় রোজই দেশের কোথাও না কোথাও যৌন হেনস্থার শিকার হয় শিশুরা । এবার তাদের যৌন হেনস্থা রোধে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন আয়ুষ্মান খুরানা । সরকার ও UNICEF-এর তরফে যৌথভাবে তাঁকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ।
POCSO আইন সম্পর্কে অনেকেই সঠিকভাবে জানেন না । আর সরকারের লক্ষ্য হল শিশুদের যৌন হেনস্থা সম্পর্কে মানুষকে সচেতন করা । এর বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলি সম্পর্কে অবগত করা । সেই কাজটি করবেন আয়ুষ্মান খুরানা ।