পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দিওয়ালিতেও বউয়ের থেকে দূরে, মন খারাপ আয়ুষ্মানের - আয়ুষ্মান খুরানার খবর

দিওয়ালির সময়তেও নিজের বউয়ের থেকে দূরে দাঁড়িয়ে আয়ুষ্মান খুরানা । কোরোনার প্রকোপে আর কী-ই বা করা যাবে ? সোশাল ডিস্টেনসিং তো বজায় রাখতেই হবে...

Ayushmann khurrana social distancing
Ayushmann khurrana social distancing

By

Published : Nov 14, 2020, 10:31 AM IST

চণ্ডীগড় : কী দিন এসে গেল ? নিজের বউয়ের কাছেও যেতে পারছেন না আয়ুষ্মান । দিওয়ালির শুভ দিনেও কোরোনার কারণে বউয়ের থেকে সোশাল ডিস্টেন্স মেনে থাকতে হল অভিনেতাকে ।

শুটিংয়ের জন্য আপাতত চণ্ডীগড়ে নিজের হোমটাউনে রয়েছেন আয়ুষ্মান আর তাঁর পরিবার । বাবা-মা, স্ত্রী তাহিরা আর দুই সন্তান একসঙ্গে থাকলেও আয়ুষ্মান কিন্তু থাকছেন হোটেলে । শুটিং ফ্লোরে বহু মানুষের সঙ্গে সময় কাটাতে হচ্ছে তাঁকে । তাই বাড়ি ফিরছেন না তিনি, যদি কোরোনা হয়ে যায় পরিবারের মানুষগুলোর !

দিওয়ালিতে বাড়ি এসেও সোশাল ডিস্টেন্স বজায় রাখলেন আয়ুষ্মান । কিন্তু, মন তো মানে না । এমন দিনে বউয়ের থেকে দূরে দূরে...মন খারাপ অভিনেতার ।

দু'জনের একটা ছবি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, "আজকাল নিজের বউয়ের সঙ্গেও সোশাল ডিস্টেন্সিং । কি দিন এসে গেল ! আমাদের তরফ থেকে ছোটো দিওয়ালির শুভেচ্ছা সকলকে ।" দেখে নিন তাঁর পোস্ট...

সৌজন্যে আয়ুষ্মানের ইনস্টাস্টোরি..

ABOUT THE AUTHOR

...view details