চণ্ডীগড় : কী দিন এসে গেল ? নিজের বউয়ের কাছেও যেতে পারছেন না আয়ুষ্মান । দিওয়ালির শুভ দিনেও কোরোনার কারণে বউয়ের থেকে সোশাল ডিস্টেন্স মেনে থাকতে হল অভিনেতাকে ।
শুটিংয়ের জন্য আপাতত চণ্ডীগড়ে নিজের হোমটাউনে রয়েছেন আয়ুষ্মান আর তাঁর পরিবার । বাবা-মা, স্ত্রী তাহিরা আর দুই সন্তান একসঙ্গে থাকলেও আয়ুষ্মান কিন্তু থাকছেন হোটেলে । শুটিং ফ্লোরে বহু মানুষের সঙ্গে সময় কাটাতে হচ্ছে তাঁকে । তাই বাড়ি ফিরছেন না তিনি, যদি কোরোনা হয়ে যায় পরিবারের মানুষগুলোর !