মুম্বই : অনুভব সিনহার 'আর্টিকল 15' ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান । সেই ছবি সমালোচক ও দর্শক দুই দলকেই সন্তুষ্ট করেছিল । তাই এই জুটির পরবর্তী কাজ দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক । সুযোগ এল অবশেষে ।
অনুভবের আগামী স্পাই থ্রিলার ছবিতে অভিনয় করছেন আয়ুষ্মান । এখনও নাম ঠিক হয়নি এই থ্রিলার ছবির । তবে শুটিংয়ের জন্য ইতিমধ্যে উত্তর-পূর্ব ভারতে পাড়ি দিয়েছেন অভিনেতা ।