মুম্বই : বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় পুলিশকর্মীদের উপর হেনস্থার খবর সামনে আসছে । কোরোনা মোকাবিলায় যাঁরা নিজের জীবনের তোয়াক্কা না করে কাজ করে চলেছেন তাঁদের হেনস্থার খবর জানতে পেরে মর্মাহত আয়ুষ্মান খুরানা ।
আজ টুইটারে এ প্রসঙ্গে নিজের ক্ষোভ উগরে দেন আয়ুষ্মান । যাঁরা আমাদের নিরাপত্তা দিচ্ছেন তাঁদের হেনস্থা না করে স্যালুট করা উচিত বলে মনে করেন।
টুইট করে আয়ুষ্মান লেখেন, "দেশের বিভিন্ন জায়গায় যে পুলিশকর্মী ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালানো হচ্ছে সেই খবর পড়ে আমার খুবই খারাপ লাগছে । আমাদের, আমাদের পরিবার ও বন্ধুরা যাতে নিরাপদে থাকে তার জন্য নিজেদের জীবনের তোয়াক্কা না করে রোজই ঝুঁকি নিচ্ছেন পুলিশকর্মীরা । আর তাঁদের উপরই এই ধরনের হামলার ঘটনায় আমি খুবই দুঃখিত । আমরা যাতে নিরাপদে থাকতে পারি তার জন্য তাঁরা যেভাবে লড়াই করছেন তাকে আমাদের সম্মান জানানো উচিত । পুলিশকর্মীদের স্যালুট করা উচিত সমগ্র দেশবাসীর ।"
দু'দিন আগে পঞ্জাবের পাটিয়ালায় লকডাউন ভাঙায় বাধা দেওয়ায় তলোয়ারের কোপে পুলিশ অফিসারের হাত কেটে দেয় দুষ্কৃতীরা । এই হামলার জেরে জখম হন আরও দুই পুলিশকর্মী । পরে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় । এছাড়াও দেশের একাধিক জায়গায় পুলিশকর্মীদের উপর হেনস্থার খবর সামনে এসেছে ।
তবে শুধু পুলিশকর্মীদেরই নয় । দেশের একাধিক জায়গায় চিকিৎসকদের মারধর ও হেনস্থার অভিযোগও সামনে এসেছে । ওই ঘটনার নিন্দা করে টুইট করেছিলেন অনুষ্কা শর্মা ও অজয় দেবগন ।