পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভাঙ্গি সম্প্রদায়ের পাশে আয়ুষ্মান, শুরু করেলন #DontSayBhangi ক্যাম্পেন - পিটিশন স্বাক্ষর

'ভাঙ্গি' দলিত সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর অভিনব উদ্যোগ আয়ুষ্মান খুরানার। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে #DontSayBhangi নামের একটি পিটিশন স্বাক্ষর করার আবেদন জানিয়েছেন অভিনেতা।

আয়ুষ্মান খুরানা

By

Published : Jun 18, 2019, 1:03 PM IST

Updated : Jun 18, 2019, 2:21 PM IST

মুম্বই: 'ভাঙ্গি' একটি দলিত সম্প্রদায়। অনেক ক্ষেত্রেই 'ভাঙ্গি' নামটি একটি গালি হিসেবে ব্যবহার করা হয় । এই প্র্যাক্টিস বন্ধ করার দাবি জানিয়ে আয়ুষ্মান খুরানা টুইটারে একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছেন। এর মধ্যে দিয়ে তিনি ভক্তদের #DontSayBhangi নামের একটি পিটিশন স্বাক্ষর করার আবেদন জানিয়েছেন।

অভিনেতার নতুন ছবি 'আর্টিকেল 15' মুক্তি পেতে চলেছে। সেখানে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। টুইটারে পোস্ট করা ভিডিয়োতেও তিনি ছবির চরিত্র হিসেবেই ধরা দিলেন। ভিডিয়োটির শুরুতেই একটি বাচ্চা ছেলে পুলিশ অফিসারকে চা দিচ্ছে। চায়ের কাপে চুমুক দিয়েই কনস্টবেল বলেন "কি ভাঙ্গি চা বানিয়েছিস রে!"

এরপরই আয়ুষ্মান একটি সামাজিক বারতা দেন। তিনি বলেন যে দেশের প্রত্যেকটি নাগরিকের সমনাধিকার রয়েছে। দলিত সম্প্রদায়ের কোনো জাতিকে গালাগালির মাধ্যম বানানো উচিৎ নয়। তিনি ক্যাপশনে লেখেন " ভুল তো যে কেউ করতে পারে, তবে সেই ভুলের তুলনা আমরা নীচু জাতির লোকের সঙ্গে কেন করব?এদের কি এই নজরে দেখা উচিত? এই ভাবনা আজই বদলান। পিটিশন স্বাক্ষর করুন।#DontSayBhangi" অভিনেতা চান যে, তাঁর এই উদ্যোগ সরকার অবধি পৌঁছয় ও সরকার যেন উপযুক্ত ব্যবস্থা নেন।

'আর্টিকেল 15' পরিচালনা করেছেন অনুভব সিন্হা । বদায়ুন ধর্ষণকাণ্ডের অবলম্বনে তৈরি এই ছবি। আয়ুষ্মানের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন সায়নী গুপ্ত,মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র প্রমুখ।

Last Updated : Jun 18, 2019, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details