হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি : নিজের অভিনয় জীবনের একেবারে শুরুর দিকের কিছু অজানা তথ্য এবার সকলের সামনে তুলে ধরলেন বলিসুন্দরী দীপিকা পাড়ুকোন ৷ নিজের নতুন ছবি 'গেঁহরাইয়াঁ'-র প্রমোশনে নিজের জীবনের বেশ কিছু অজানা গল্প শেয়ার করলেন তিনি ৷ মডেলিং দিয়ে নিজের বলি কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা ৷ তারপর থেকে প্রায় 15 বছর বলিউডের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছেন তিনি ৷
ছবির প্রমোশনে আসা দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর জীবনে সবচেয়ে ভাল পরামর্শ এবং সবচেয়ে খারাপ পরামর্শ তিনি কী পেয়েছেন ? স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী জানান, নিজের জীবনে তিনি সবচেয়ে ভাল পরামর্শটি পেয়েছিলেন এসআরকের কাছে ৷ শাহরুখ তাঁকে বলেছিলেন, "সবসময় সেই মানুষদের সঙ্গেই কাজ করবে, যাঁদের সঙ্গে তোমার সময় ভাল কাটবে এব্য়াপারে তুমি নিশ্চিত ৷ কারণ তুমি যখন ছবি তৈরি করছ তখন তুমি একটা জীবনও যাপন করছ, স্মৃতি তৈরি করছ, অভিজ্ঞতা তৈরি করছ ৷ "