মুম্বই : কিছুদিন ধরে দেশে যে ঘৃণ্য অপরাধ ছড়াচ্ছে তাতে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গতকাল চিঠি লেখেন 49 জন শিল্পী । চিঠির জবাবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত একটি সংবাদমাধ্যমকে বলেন, "নির্বাচনের আগে এই মানুষগুলো সরকারের বিরুদ্ধে সরব হয় ।"
"এই বিষয়ে খুব স্পষ্ট মতামত আমার । রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচনের আগে তারা সরব হচ্ছে । তাঁরা ওই ব্যাঙগুলোর মতো যারা বৃষ্টির আগে বাইরে আসে । এই চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে 90 শতাংশ 2014 সালেও নির্বাচনের আগে সরব হয়েছিল । কেউ কেউ মধ্যপ্রদেশ নির্বাচনের সময় আবার 2019-এর লোকসভা নির্বাচনের সময়ও তারা সরব হয়েছিল । তবে তাঁদের কার্যপ্রনালী একই রয়ে গেছে । আমি শ্যাম বেনেগালকে প্রশ্ন করতে চাই । তিনি কি আগে পশ্চিমবঙ্গে বা কেরালায় যে হিন্দুদের হত্যা করা হচ্ছে জানতেন না ? তাহলে তখন চিঠি লেখেননি কেন ?"
দেশজুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতা বন্ধ করার জন্য় তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে গতকাল চিঠি দিয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগলসহ 49 জন শিল্পী ৷
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা রয়েছে, "জয়শ্রীরাম" ধ্বনি এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে ৷ যা আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করছে ৷ এই ধ্বনি তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে ৷ ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে ৷ এটা মধ্যযুগ নয়! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন ৷ এটা বন্ধ করা হোক।"
মোট পাঁচ পাতার এই চিঠিতে তাঁরা আরও লেখেন, "আপনি সংসদে গণপিটুনির সমালোচনা করছেন ৷ কিন্তু সেটা উপযুক্ত নয় ৷ এই ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? দোষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ৷ যদি খুনের ক্ষেত্রে প্যারোলবিহীন যাবজ্জীবন সাজা হয়, তবে গণপিটুনির ক্ষেত্রে কেন হবে না? নিজের দেশে কেউ ভয় নিয়ে বাঁচতে পারে না ৷"