পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আন্দামানের সমুদ্র সৈকতে গা ভাসালেন আশা পারেখ, ওয়াহিদা রহমান ও হেলেন - ওয়াহিদা রেহমান

ছুটির মেজাজে আশা পারেখ, ওয়াহিদা রহমান ও হেলেন ৷ আন্দামানের সমুদ্র সৈকতে যেন অবসর জীবনের আনন্দ উপভোগ করছেন তাঁরা ৷

asha-parekh-waheeda-rehman-and-helen
asha-parekh-waheeda-rehman-and-helen

By

Published : May 11, 2021, 2:02 PM IST

হায়দরাবাদ , 11 মে : করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে অবসর জীবনের আনন্দে মেতেছেন আশা পারেখ, ওয়াহিদা রহমান ও হেলেন ৷ বলিউডের এই আইকনিক সুন্দরীদের এবার একসঙ্গে ক্যমেরাবন্দি হতে দেখা গেল আন্দামানের সমুদ্র সৈকতে ৷

কখনও ইয়টে তো আবার কখনও হোটেলে ছবি তোলার পুরো মেজাজে তিন বর্ষীয়ান অভিনেত্রী ৷ সোমবার তনুজা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন এই ছবি গুলি ৷

তিনি বলেন , "কিংবদন্তি ওয়াহিদা রহমান, আশা পারেখ, হেলেন ৷ উপভোগ করছেন তাঁদের অবসর জীবন, ছুটি কাটাচ্ছেন আন্দামানে ৷ আনন্দে পরিপূর্ণ ৷ মুখে অমলিন হাসি ৷ "

ছুটির মেজাজে বলিউডের এভারগ্রিন সুন্দরীর দল

আরও পড়ুন :দিশাকে ভেজা চুমু ? নিজের 'নো কিস' নিয়ম ভাঙলেন সলমন ?

তিনি আরও বলেন, "বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা ফেলে আসি যৌবনের উচ্ছাস ,স্মৃতি ,ভালোবাসা ও ভাল কিছু সঙ্গী ৷...#ওয়াহিদা রেহমান#হেলেন#আশা পারেখ ৷"

তবে এই তিন বর্ষীয়ান অভিনেত্রীর মুখের হাসি ও প্রাণচ্ছ্বলতা দেখে একটা কথা মেনে নিতেই হয়, বয়স শুধু শরীরের হয় ৷ মনের নয় ৷

ABOUT THE AUTHOR

...view details