হায়দরাবাদ , 11 মে : করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে অবসর জীবনের আনন্দে মেতেছেন আশা পারেখ, ওয়াহিদা রহমান ও হেলেন ৷ বলিউডের এই আইকনিক সুন্দরীদের এবার একসঙ্গে ক্যমেরাবন্দি হতে দেখা গেল আন্দামানের সমুদ্র সৈকতে ৷
কখনও ইয়টে তো আবার কখনও হোটেলে ছবি তোলার পুরো মেজাজে তিন বর্ষীয়ান অভিনেত্রী ৷ সোমবার তনুজা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন এই ছবি গুলি ৷
তিনি বলেন , "কিংবদন্তি ওয়াহিদা রহমান, আশা পারেখ, হেলেন ৷ উপভোগ করছেন তাঁদের অবসর জীবন, ছুটি কাটাচ্ছেন আন্দামানে ৷ আনন্দে পরিপূর্ণ ৷ মুখে অমলিন হাসি ৷ "