মুম্বই : অভিনেত্রীদের চাকচিক্যময় জীবনের পিছনে রয়েছে অনেক যন্ত্রণার গল্প। তাঁদের হাসি মুখগুলোর পিছনে রয়েছে অনেক চোখের জল। কেউ সেটা সামনে দেখান, তো কেউ সারাজীবন গোপনেই রাখতে ভালোবাসেন। কিন্তু আশা পারেখ কখনই নিজের ব্যক্তিগত জীবনের কথা গোপন করেননি। বরাবর তিনি স্বীকার করে এসেছেন যে, জীবনে একজনকেই ভালোবেসেছেন..আর তিনি হলেন নাসির হুসেন।
আশা বলেন, "নাসির সাব একমাত্র ব্যক্তি যাঁকে আমি ভালোবেসেছিলাম। আমি মোহিত হয়ে গেছিলাম ওঁকে দেখে। কিন্তু, এটা পূর্ণতা পাওয়ার ছিল না। আমি যদি এই সমস্ত মানুষদের নাম আত্মজীবনীতে না লিখতাম তাহলে সেটা খুব খারাপ হত।" সম্প্রতি মুক্তি পেয়েছে আশা পারেখের জীবনী 'আশা পারেখ, দ্য হিট গার্ল'।