পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নাসিরকে ভালোবেসে সারাজীবন অবিবাহিত আশা - আশা পারেখ

লেজেন্ডারি বলিউড অভিনেত্রী আশা পারেখ অবিবাহিত। কিন্তু, বিয়ে না করার কী কারণ? IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আশা জানান যে, পরিচালক ও প্রযোজক নাসির হুসেনকে ভালোবেসে সারা জীবন একা কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Asha Parekh with Nasir Hussain
Asha Parekh with Nasir Hussain

By

Published : Dec 4, 2019, 9:41 PM IST

মুম্বই : অভিনেত্রীদের চাকচিক্যময় জীবনের পিছনে রয়েছে অনেক যন্ত্রণার গল্প। তাঁদের হাসি মুখগুলোর পিছনে রয়েছে অনেক চোখের জল। কেউ সেটা সামনে দেখান, তো কেউ সারাজীবন গোপনেই রাখতে ভালোবাসেন। কিন্তু আশা পারেখ কখনই নিজের ব্যক্তিগত জীবনের কথা গোপন করেননি। বরাবর তিনি স্বীকার করে এসেছেন যে, জীবনে একজনকেই ভালোবেসেছেন..আর তিনি হলেন নাসির হুসেন।

আশা বলেন, "নাসির সাব একমাত্র ব্যক্তি যাঁকে আমি ভালোবেসেছিলাম। আমি মোহিত হয়ে গেছিলাম ওঁকে দেখে। কিন্তু, এটা পূর্ণতা পাওয়ার ছিল না। আমি যদি এই সমস্ত মানুষদের নাম আত্মজীবনীতে না লিখতাম তাহলে সেটা খুব খারাপ হত।" সম্প্রতি মুক্তি পেয়েছে আশা পারেখের জীবনী 'আশা পারেখ, দ্য হিট গার্ল'।

নাসির

'দিল দেকে দেখো' ছবিতে অভিনয় করতে গিয়ে নাসিরের সঙ্গে আলাপ আশার। এই ছবি দিয়েই অভিনয় জগতে ডেবিউ করেন তিনি কিন্তু, নাসির বিবাহিত ছিলেন। বিবাহিত নাসিরের জীবনে কোনও বাধা তৈরি করতে চাননি অভিনেত্রী।

আশা এটাও বলেন যে, নাসিরের মৃত্যুর আগে বেশ অনেকদিন দেখা হয়নি আশা-নাসিরের। কিন্তু, কথাবার্তা ছিল তাঁদের মধ্যে।

ABOUT THE AUTHOR

...view details