পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইউটিউব চ্যানেল লঞ্চ আশা ভোঁসলের

ইউটিউব চ্যানেল লঞ্চ করলেন আশা ভোঁসলে । চ্য়ানেলে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম গান 'ম্যায় হুঁ'।

dfg
dfg

By

Published : May 14, 2020, 7:43 AM IST

মুম্বই : ইউটিউব চ্যানেল লঞ্চ করলেন আশা ভোঁসলে । গতকাল রাতে চ্যানেলটি খোলেন তিনি । চ্য়ানেলে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম গান ।

আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শংকরের 64 তম জন্মদিন উপলক্ষ্যে একটি নতুন গান তৈরি করেছেন আশা । যার নাম 'ম্যায় হুঁ'। এই গান দিয়েই ইউটিউব চ্যানেলটি শুরু করলেন এই বর্ষীয়ান গায়িকা । গতকাল রাত 9টার সময়ই চ্যানেলের মাধ্যমে গানটি রিলিজ় করেন তিনি ।

ইউটিউব চ্যানেল সম্পর্কে আশা বলেছিলেন, "আমি শীঘ্রই আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমার ব্যক্তিগত গল্প, রেকর্ডিংয়ের অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু ভাগ করে নেব । তাই আপনারা যদি সেগুলি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।"

দেশের অন্যতম বিখ্যাত প্লেব্যাক গায়িকা হলেন আশা ভোঁসলে । তাঁর বড় বোন লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে সহ বলিউডের সেরা প্লেব্যাক গায়কদের তালিকায় রয়েছেন তিনি ।

2000 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান আশা ভোঁসলে । আর 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details