মুম্বই : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ । গতকাল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সেন প্রসূন জোশী জানান যে, তাঁর মৃত্য়ুতে গোটা দেশ আঘাত পেয়েছে ।
অরুণ জেটলির মৃত্যু দেশের জন্য বড় ধাক্কা : প্রসূন জোশী - Loss of nation
অরুণ জেটলির মৃত্য়ুতে শোকপ্রকাশ করলেন প্রসূন জোশী । দেশ একটা বড় ধাক্কা খেল বলে জানালেন তিনি ।
প্রসূন জোশী
তিনি বলেন, "অরুণ জেটলির মৃত্যুতে আমি অসাড় হয়ে গেছি । তিনি একজন রত্ন ছিলেন এবং এই ধরনের মানুষ আজকের দিনে খুব কম দেখা যায় ।"
তিনি আরও বলেন, "দেশ অবশ্যই তাঁর অনুপস্থিতি অনুভব করবে, বিশেষ করে জাতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিতর্ক বা আলোচনার সময় । আমি অনুভব করি যে, আমি সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন যারা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে । এই বিশাল ক্ষতি সহ্য করার ক্ষমতা ভগবান সকলকে দিক ।"