মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন 28টা বছর । সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করে একথা জানা শাহরুখ খান । এমনকী, এতদিন ধরে বিনোদনের 'সুযোগ' দেওয়ার জন্য ফ্যানদের ধন্যবাদও জানান তিনি । এদিকে যে ছবিটি পোস্ট করে তিনি একথা জানিয়েছিলেন সেটাই এখন সবথেকে বেশি চর্চার মধ্যে চলে এসেছে । সৌজন্যে আরশাদ ওয়ারসি ।
গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাহরুখ । যেখানে তাঁর চোখের উপর এসে পড়েছে চুলগুলি আর গালে খোঁচা খোঁচা দাড়ি । ছবির ক্যাপশনে লেখেন, "জানি না কখন আমার প্যাশন প্রথমে উদ্দেশ্যে ও পরে পেশায় পরিণত হয়েছে । এত বছর ধরে আপানাদের বিনোদনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ । আমার পেশাদারিত্বর থেকে প্যাশনটাকেই আরও অনেক বছর দেখা যাবে বলে বিশ্বাস করি । 28টা বছর এবং গুনছি...।"
এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনদের পাশাপাশি তারকারাও । আর সেখানে কমেন্ট করতে দেখা যায় আরশাদকেও । কমেন্ট করে তিনি জানান, "এই ছবি যে কোনও পুরুষকে সমকামী করে দেবে ।"