পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মুন্নাভাই'-এর স্ক্রিপ্ট তৈরি, তবে শুটিং কি হবে আদৌ ?

একটা নয়, মুন্নাভাই-এর পরবর্তী ভাগের জন্য তিনটি স্ক্রিপ্ট তৈরি । তবে ছবিটির শুটিং কি হবে আদৌ ? অনিশ্চিত অভিনেতা আরশাদ ওয়ারসি, মুন্নাভাইয়ের সঙ্গী 'সার্কিট' ।

Arshad Warsi on Munna Bhai 3
Arshad Warsi on Munna Bhai 3

By

Published : Dec 26, 2020, 4:39 PM IST

মুম্বই : কবে আবার আসবে মুন্নাভাই ? অনুরাগীদের মনে মাঝেমধ্যেই এই প্রশ্ন আসে, আর উবেও যায় । কারণ কোনও পোক্ত উত্তর পান না কেউই । 'মুন্নাভাই' ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ভাগ নিয়ে কিছু কথা জানালেন আরশাদ ওয়ারসি, মুন্নার সর্বক্ষণের সঙ্গী সার্কিট ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে আরশাদ জানালেন, এই তৃতীয় ভাগের জন্য তিনটি স্ক্রিপ্ট রেডি রয়েছে । একজন প্রযোজকও প্রস্তুত ছবিটির প্রযোজনা করার জন্য । তবুও কেন দেরি হচ্ছে তা জানা নেই অভিনেতার ।

হাসপাতালে মুন্না

সেই 2006 সালে মুক্তি পেয়েছিল মুন্নাভাই-এর দ্বিতীয় ভাগ 'লগে রহো মুন্নাভাই' । ছবিটি ব্লকবাস্টার হয়, জিতে নেয় বহু পুরস্কার । তারপর থেকেই তৃতীয় ভাগের অপেক্ষা চলছে । কবে তা মিটবে জানা নেই ।

তবে শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তের অসুস্থতার কারণেই এই বিলম্ব । তিনি সুস্থ হয়ে গেলেই শুরু হবে 'মুন্নাভাই 3'-এর প্রি-প্রোডাকশনের কাজ । আশায় অনুরাগীরা ।

ABOUT THE AUTHOR

...view details