মুম্বই : ভূমি পেদনেকরের পরবর্তী ছবি 'দুর্গামতী'। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদ ওয়ারসিকে । কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । আর সেখানেও দেখা গিয়েছে তাঁকে ।
কিন্তু, কেন এই ধরনের একটা হরর ছবিকে বেছে নিলেন তিনি ? এর উত্তরে আরশাদ বলেন, "এই ছবিটি বেছে নেওয়ার মূল কারণ হল এর স্ক্রিপ্ট । স্ক্রিপ্ট এক কথায় অসাধারণ । স্ক্রিপ্টটি খুবই ইন্ডিয়ান । যা আমাদের দর্শকদের খুবই ভালো লাগবে ।"
ছবিতে একজন সংগ্রামীর চরিত্রে দেখা যাবে আরশাদকে । আর তার সেই চরিত্র এতটাই ভালো যে তার জন্য একাধিক সরকারি কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে । এরপর তাকে রাস্তা থেকে হটানোর চেষ্টা করা হয় । সেখানেই গল্পে দেখা যাবে ভূমিকে । আর সেখান থেকেই একটা আলাদা মোড় নেবে ছবির গল্প ।