পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'পাকিস্তানও রকেট লঞ্চ করেছে',টুইট আরশাদের - আরশাদ ওয়ারসি পাকিস্তান

রিল লাইফের সঙ্গে এবার রিয়েল লাইফেও বিনোদন অভিনেতা আরশাদ ওয়ারসির। পাকিস্তানকে নিয়ে মজা করে সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করলেন তিনি।

Arshad Warsi mocks Pakistan

By

Published : Sep 9, 2019, 8:12 PM IST

মুম্বই : চন্দ্রযান 2 চাঁদের মাটি ছুঁয়েছে। ISRO-র সাফল্যে এখন গর্বিত পুরো দেশ। আর এরই মধ্যে আরশাদ শেয়ার করলেন একটি মজাদার ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের কোনও এক জায়গায় একটি রকেট আকৃতির বেলুন ওড়ানো হচ্ছে আকাশে।

ভিডিয়োটির ক্যাপশনে আরশাদ লিখেছেন, "আমার কোনও ধারণা ছিল না যে পাকিস্তানও রকেট লঞ্চ করেছে"। পাকিস্তানকে মক করার উদ্দেশেই অভিনেতা এই ভিডিয়োটা শেয়ার করেছেন সেটা বোঝাই যাচ্ছে।

আরশাদের এই পোস্টে বেশ মজা পেয়েছে সোশাল মিডিয়া। অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন আরশাদকে নিজের পোস্টে ট্যাগ করে...

সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া

ABOUT THE AUTHOR

...view details