মুম্বই : 'মুন্নাভাই MBBS'-এর একটি দৃশ্যে আরশাদ এক চাইনিজ় ব্যক্তিতে প্রহার করে বস্তাবন্দী করে কলেজে নিয়ে আসছে । করোনো ভাইরাসের জন্ম যেহেতু চিনে, তাই এভাবেই চাইনিজ়দের প্রহার করে রোগের বংশ ধ্বংস করার উপদেশ দিলেন আরশাদ । নেটিজেনদের মোটেই পছন্দ হল না অভিনেতার এই জোক ।
তবে আরশাদ নিজে থেকে এই উপদেশ দেননি । তিনি তাঁর এক বন্ধুর শেয়ার করা একটি মিম শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেই মিমেই উল্লেখ করা আছে করোনা ভাইরাস থেকে বাঁচতে এই স্টেপগুলি ফলো করতে হবে । তবে আরশাদ যেহেতু মিমের প্রতিবাদ না করে সেটা শেয়ার করেছেন, তাই নেটিজেনদের রাগ এসে পড়ল তাঁর উপরেই ।