পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করোনা ভাইরাস নিয়ে মিম শেয়ার করে 'বর্ণবিদ্বেষী' তকমা পেলেন আরশাদ - Arshad latest news

করোনা ভাইরাস এখন একটা ত্রাসে পরিণত হয়েছে এই দেশে । তবে এই ভাইরাসের জন্ম চিনে । এই প্রসঙ্গে নিজের ছবি 'মুন্নাভাই MBBS'-এর একটি মিম শেয়ার করে 'বর্ণবিদ্বেষী' তকমা পেলেন আরশাদ ওয়ারসি ।

Arshad Warsi gets slammed for sharing a meme over corona virus
Arshad Warsi gets slammed for sharing a meme over corona virus

By

Published : Feb 1, 2020, 7:55 PM IST

মুম্বই : 'মুন্নাভাই MBBS'-এর একটি দৃশ্যে আরশাদ এক চাইনিজ় ব্যক্তিতে প্রহার করে বস্তাবন্দী করে কলেজে নিয়ে আসছে । করোনো ভাইরাসের জন্ম যেহেতু চিনে, তাই এভাবেই চাইনিজ়দের প্রহার করে রোগের বংশ ধ্বংস করার উপদেশ দিলেন আরশাদ । নেটিজেনদের মোটেই পছন্দ হল না অভিনেতার এই জোক ।

তবে আরশাদ নিজে থেকে এই উপদেশ দেননি । তিনি তাঁর এক বন্ধুর শেয়ার করা একটি মিম শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেই মিমেই উল্লেখ করা আছে করোনা ভাইরাস থেকে বাঁচতে এই স্টেপগুলি ফলো করতে হবে । তবে আরশাদ যেহেতু মিমের প্রতিবাদ না করে সেটা শেয়ার করেছেন, তাই নেটিজেনদের রাগ এসে পড়ল তাঁর উপরেই ।

কেউ লিখেছেন, "এটা খুবই বর্ণবিদ্বেষী । সবজায়গায় মানুষ এটাই বলছে যেন চাইনিজ়দের ভিতরে প্রবেশ করতে না দেওয়া হয়, তবে সেটা খুবই অবাস্তব ।"

সৌজন্যে সোশাল মিডিয়া

তো কেউ লিখেছেন, "দয়া করে এটা নিয়ে মজা করা বন্ধ কর ।"

সৌজন্যে সোশাল মিডিয়া

কারো মতে, "এই সময়ে দাঁড়িয়ে এর থেকে বেশি বর্ণবিদ্বেষী হওয়া যায় না । এরকম একটা বিষয় নিয়ে মজা ? হাততালি.."

সৌজন্যে সোশাল মিডিয়া

ABOUT THE AUTHOR

...view details