পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এক বিখ্যাত অভিনেত্রীর বাবা-মা এই দুই ভারতীয় সেনা - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

উপরের ছবিটা এক বিখ্যাত অভিনেত্রীর বাবা-মায়ের । কে বলুন তো ?

priyanka chopra parents
priyanka chopra parents

By

Published : May 26, 2020, 9:31 PM IST

মুম্বই : বলিউড থেকে যাত্রা শুরু সেই অভিনেত্রীর । এখন বাস হলিউডের দেশে । বুঝতেই পেরেছেন কথা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে । তাঁর বাবা আর মা দু'জনেই দেশকে ভালোবেসে ভারতীয় আর্মিতে যোগদান করেছিলেন । আর সেই নিয়ে গর্বিত প্রিয়াঙ্কা ।

আর্মির বেশে বাবা-মায়ের ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া । ছবিটা পুরোনো হতে পারে, তবে ছবির অনুরণন এখনও জোরালো । দেশকে ভালোবেসে দুই আত্মবিশ্বাসী সেনার চোখের ভাষাই আলাদা যেন...

ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, "আমার বাবা-মা দু'জনেই ভারতীয় সেনায় ছিলেন । আর সেই জন্যই হয়তো সারা পৃথিবীর সমস্ত মিলিটারি পরিবারের সঙ্গে আমি একটা আত্মীয়তা খুঁজে পাই ।"

বাবা অশোক চোপড়া ও মা মধু চোপড়াকে নিয়ে গর্বিত প্রিয়াঙ্কা । তাঁর শেয়ার করা এই ছবি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের । দেখে নিন পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details