মুম্বই : আজ অর্থাৎ 6 জুলাই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'-র ট্রেলার মুক্তি পাবে । আর তাই নিজের গান 'জ়ারা ঠেহরো'-র মুক্তি পিছিয়ে দিলেন অরমান মালিক । অভিনেতার প্রতি এভাবেই ছোট্ট শ্রদ্ধাজ্ঞাপন গায়কের ।
সোশাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে অরমান জানিয়েছেন, "আমি শুনলাম যে আজ 6 জুলাই 'দিল বেচারা'-র ট্রেলার রিলিজ় করবে । আর সুশান্ত সিং রাজপুতের উদ্দেশে শ্রদ্ধাস্বরূপ আমাদের নতুন সিঙ্গল 'জ়ারা ঠেহরো'-র মুক্তি পিছিয়ে 8 জুলাই করা হচ্ছে । এটা আমাদের যৌথ সিদ্ধান্ত ।"