পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের স্মৃতিতে নিজের গানের মুক্তি পিছিয়ে দিলেন অরমান - অরমান মালিক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত অরমান মালিক । অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই গায়কের একটি ছোট্ট জেশ্চার মন ছুঁয়ে গেল সকলের । নিজের গান 'জ়ারা ঠেহরো'-র মুক্তি পিছিয়ে দিলেন তিনি ।

Armaan Malis postponed song
Armaan Malis postponed song

By

Published : Jul 6, 2020, 7:16 AM IST

মুম্বই : আজ অর্থাৎ 6 জুলাই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'-র ট্রেলার মুক্তি পাবে । আর তাই নিজের গান 'জ়ারা ঠেহরো'-র মুক্তি পিছিয়ে দিলেন অরমান মালিক । অভিনেতার প্রতি এভাবেই ছোট্ট শ্রদ্ধাজ্ঞাপন গায়কের ।

সোশাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে অরমান জানিয়েছেন, "আমি শুনলাম যে আজ 6 জুলাই 'দিল বেচারা'-র ট্রেলার রিলিজ় করবে । আর সুশান্ত সিং রাজপুতের উদ্দেশে শ্রদ্ধাস্বরূপ আমাদের নতুন সিঙ্গল 'জ়ারা ঠেহরো'-র মুক্তি পিছিয়ে 8 জুলাই করা হচ্ছে । এটা আমাদের যৌথ সিদ্ধান্ত ।"

অরমান আরও লিখেছেন, "সুশান্তকে অনস্ক্রিন আর অফস্ক্রিন দেখেছি আমি, ওকে দেখেই আমার মন ভালো হয়ে যেত । এখনও ওঁর মৃত্যুটা আমায় যেন ব্যক্তিগত আঘাত করে । আমরা যখন 'দিল বেচারা'-র ট্রেলার দেখব, তখন সবাই মিলে আমরা সুশান্তের প্রতিভা, ওঁর প্রাণশক্তি এবং সবথেকে বেশি করে ওঁকে সেলিব্রেট করব ।"

অরমানের এই পোস্ট মন ছুঁয়ে গেছে নেটিজেনদের । দেখে নিন...

.

ABOUT THE AUTHOR

...view details