মুম্বই : মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠানো হয়েছে অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসকে । সেই মতো সকালের দিকেই নারকোটিক্স কন্ট্রোল বিওরোর (NCB) দপ্তরে হাজিরা দেন তিনি । সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীও ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল তদন্তকারীরা । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে NCB । তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক তারকার নাম । 8 নভেম্বর প্রযোজক ফিরোজ় নাদিয়াওয়ালার বাড়িতে তল্লাশি চালিয়েছিল NCB । তাঁর বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে । এরপরই রবিবার গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী সাবানা সইদকে । 9 নভেম্বর প্রযোজককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ।