মুম্বই : আপকামিং ছবি 'ধকড়'-এ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অর্জুন রামপালকে । ছবিতে একজন খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে । চরিত্রের নাম রুদ্রবীর । আজই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক ।
চোখে কালো চশমা, হাতে বন্দুক, গায়ে ট্যাটু, পরনে অপরিষ্কার পোশাক, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর মাথায় টুপি । 'ধকড়' ছবিতে এই লুকেই দেখা যাবে অর্জুনকে । আজ ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেন তিনি ।
ছবির ক্যাপশনে লেখেন, "খারাপের নতুন নাম রুদ্রবীর ! একজন খলনায়ক যে কি না একই সঙ্গে অত্যন্ত বিপজ্জনক, ভয়ঙ্কর ও শান্ত । এই ধরনের একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত । #ধকড়ে আমার ফার্স্টলুক । 2021 এর 1 অক্টোবর হলে মুক্তি পাবে ।"
এর আগেও খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন । কিন্তু, কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে । আর সেই কারণে এই চরিত্রের জন্য আরও বেশি আনন্দিত তিনি । বলেন, "ধাকড়ের শুটিং শুরু করার জন্য মুখিয়ে রয়েছি । আগে এই ধরনের চরিত্রে কখনও অভিনয় করিনি । এখানে আমাকে এমন একটা খলনায়কের চরিত্রে দেখা যাবে যে একই সঙ্গে অত্যন্ত বিপজ্জনক, ভয়ঙ্কর ও শান্ত । আশাকরি এই ছবিতে আমার আরও একটা দিক দেখার সুযোগ পাবেন দর্শকরা ।"
অন্যদিকে এই ছবিতে কঙ্গনার চরিত্রের নাম এজেন্ট অগ্নি । একজন সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে তাঁকে । আগেই মুক্তি পেয়েছে ছবিতে তাঁর লুক । ছবিটি পরিচালনা করবেন রজ়নীশ রেজ়ি ঘাই । সব ঠিক থাকলে চলতি বছরের 1 অক্টোবর মুক্তি পাবে 'ধকড়'।