পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গার্লফ্রেন্ডের সাহায্য নিয়ে দাড়ি কাটলেন অর্জুন রামপাল - arjun rampal gets beard trimmed

গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলার সাহায্য নিয়ে দাড়ি কাটলেন অর্জুন রামপাল । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি ।

asd
asd

By

Published : May 18, 2020, 2:18 PM IST

মুম্বই : লকডাউনের জেরে বন্ধ পার্লার । তাই এই পরিস্থিতিতে বাড়িতেই ত্বকের পরিচর্যা করছেন তারকারা । পাশাপাশি চুল ও দাড়ি কাটছেন বাড়িতেই । কেউ নিজেই কাটছেন । আবার কেউ সাহায্য নিচ্ছেন প্রিয়জনের । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন অর্জুন রামপালও ।

আজ সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অর্জুন । যেখানে গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে একটি ভিডিয়ো শুট করতে দেখা গিয়েছে । সেখানে অর্জুন বলেন, "31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে কোয়ারানটিনের মেয়াদ । কিন্তু, এর মধ্যে আমি আর দাড়ি বাড়াতে চাই না । তাই তা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি । এই কাজে গ্যাব্রিয়েলা আমাকে সাহায্য করবে ।"

আসলে পরবর্তী ছবির জন্যই দাড়ি রেখেছিলেন অর্জুন । কিন্তু, লকডাউনের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় তা আর কাটা হয়নি । এবার বাধ্য হয়েই তা কাটার সিদ্ধান্ত নিলেন । তবে ছবির শুটিং শুরু হওয়ার আগে আবার দাড়ি বেরিয়ে যাবে বলে আশা করেন তিনি ।

এই ভিডিয়ো পোস্ট করার কয়েক ঘণ্টা পর আরও একটি ভিডিয়ো পোস্ট করেন অর্জুন । সেখানে গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলার সাহায্য নিয়ে দাড়ি কাটতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর শুরুতে কাঁচি দিয়ে তাঁর দাড়ি কেটে দেন গ্যাব্রিয়েলা । আর তারপর ট্রিমার দিয়ে পুরোটাই শেভ করে ফেলেন অর্জুন ।

ভেবেছিলেন লকডাউনের মধ্যে আর দাড়ি কাটবেন না । কিন্তু, একটা লকডাউনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাচ্ছে পরবর্তী পর্যায়ের লকডাউন । তাই খানিক বাধ্য হয়েই এবার দাড়ি কাটলেন অর্জুন ।

ABOUT THE AUTHOR

...view details