মুম্বই : বলিউডে ঐতিহাসিক ছবির ইতিহাস বেশ ঝলমলে । জোরালো রিসার্চ করে তৈরি করা ঐতিহাসিক ছবি রমরমিয়ে চলে এখানে । এবার এক ঐতিহাসিক ছবিতে দেখা যাবে অর্জুন রামপাল ও বলিউডের বেবি ডল সানি লিওনকে ৷ মূলত পেশোয়া সাম্রাজ্যের পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটি, নাম 'দ্য ব্যাটল অব ভিমা করেগাঁও' ।
এই প্রথমবার অর্জুনকে এমন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৷ একই কথা প্রযোজ্য সানির ক্ষেত্রেও । যৌন আবেদন আর রোম্যান্স ছেড়ে এই প্রথম শক্তিশালী চরিত্রে অভিনেত্রী ।