পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন ভূমিকায় সানি - সানি লিওনের নতুন ছবি

প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে এল 'দ্য ব্যাটল অব ভিমা করেগাঁও' মুক্তির তারিখ ৷ সানি লিওনের সঙ্গে এই ছবিতে স্ক্রিন ভাগ করে নেবেন অর্জুন রামপালকে ৷ 17 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি ৷

সানি লিওন
সানি লিওন

By

Published : Mar 4, 2021, 8:00 PM IST

Updated : Mar 5, 2021, 11:49 AM IST

মুম্বই : বলিউডে ঐতিহাসিক ছবির ইতিহাস বেশ ঝলমলে । জোরালো রিসার্চ করে তৈরি করা ঐতিহাসিক ছবি রমরমিয়ে চলে এখানে । এবার এক ঐতিহাসিক ছবিতে দেখা যাবে অর্জুন রামপাল ও বলিউডের বেবি ডল সানি লিওনকে ৷ মূলত পেশোয়া সাম্রাজ্যের পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটি, নাম 'দ্য ব্যাটল অব ভিমা করেগাঁও' ।

এই প্রথমবার অর্জুনকে এমন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৷ একই কথা প্রযোজ্য সানির ক্ষেত্রেও । যৌন আবেদন আর রোম্যান্স ছেড়ে এই প্রথম শক্তিশালী চরিত্রে অভিনেত্রী ।

অর্জুন

বলিউডে বহু ঐতিহাসিক ছবি মুক্তি পেয়েছে ৷ আর তার বেশিরভাগই ছিল সুপারহিট ৷ সে 'বাজিরাও মস্তানি' হোক বা 'যোধা আকবর' কিংবা 'দেবদাস' ৷ আর এইসমস্ত ছবিতে যাঁরা অভিনয় করেন, তাঁদের ক্যারিয়ারে একটা উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থেকে যায় ছবিগুলো ।

অর্জুন আর সানি দু'জনের ক্যারিয়ারেই একটা ধাক্কা প্রয়োজন এই মুহূর্তে । 'দ্য ব্যাটল অব ভিমা করেগাঁও' কি সেই ধাক্কা দিতে পারবে ? জানা যাবে অবিলম্বে ।

Last Updated : Mar 5, 2021, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details