মুম্বই : জন্মদিনে নিজের একটা ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। সাদা সুইমসুটে ক্যাটরিনাকে খুবই আকর্ষণীয় লাগছে। অভিনেত্রীর সেই ছবি দেখে অর্জুন কাপুরের মন্তব্য, "তুমি তাহলে ওখানে ফোটোশুট করতেই গেছ।"
অর্জুন আরও লেখেন, "আচ্ছা আজ তোমার জন্মদিন, তাই আমি ভালো কথা বলার চেষ্টা করব। একটা দারুণ জন্মদিন কাটাও।"