পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনার চিকিৎসায় প্লাজ়মা দান করবেন অর্জুন - Arjun kapoor covid

কয়েক সপ্তাহ আগে খবর আসে যে, কোরোনা আক্রান্ত অর্জুন কাপুর । আর এবার শোনা গেল যে কোরোনা চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করবেন অভিনেতা । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে খবরটি ।

Arjun Kapoor latest news
Arjun Kapoor latest news

By

Published : Sep 22, 2020, 11:24 AM IST

মুম্বই : কোরোনা চিকিৎসায় সাহায্য করার জন্য নিজের প্লাজ়মা দান করতে চলেছেন অর্জুন কাপুর । মুম্বইয়ের সিটি হাসপাতালে গিয়ে প্লাজ়মা ডোনেট করবেন অভিনেতা, সাহায্য করবেন অসংখ্য কোরোনা আক্রান্তদের ।

অভিনেতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, "হ্যাঁ, খবরটি সত্যি । অর্জুন কাপুর প্লাজ়মা ডোনেট করবেন । কারণ এই সময়ে প্লাজ়মার খুবই প্রয়োজন । কোরোনা পজ়িটিভ হওয়ার 45 দিনের মাথায় প্লাজ়মা দিতে পারবেন অভিনেতা । তার জন্য ওঁকে সিটি হাসপাতালে যেতে হবে ।"

অর্জুনের সঙ্গে সঙ্গে মালাইকাও কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন । অর্জুনও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আশা করছেন অনুরাগীরা ।

অর্জুনের পোস্ট..

সেই ব্যক্তি জানালেন, "অর্জুন যে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ । পুরো প্রক্রিয়াটা যাতে সহজভাবে হয়, সেদিকে নজর দিচ্ছি আমরা ।"

কাজের ক্ষেত্রে, অর্জুন কাপুরকে এরপর দেখা যাবে 'ভূত পুলিশ' ছবিতে, তাঁর সঙ্গে অভিনয় করছেন সইফ আলি খান ।

ABOUT THE AUTHOR

...view details