মুম্বই : কোরোনা চিকিৎসায় সাহায্য করার জন্য নিজের প্লাজ়মা দান করতে চলেছেন অর্জুন কাপুর । মুম্বইয়ের সিটি হাসপাতালে গিয়ে প্লাজ়মা ডোনেট করবেন অভিনেতা, সাহায্য করবেন অসংখ্য কোরোনা আক্রান্তদের ।
অভিনেতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, "হ্যাঁ, খবরটি সত্যি । অর্জুন কাপুর প্লাজ়মা ডোনেট করবেন । কারণ এই সময়ে প্লাজ়মার খুবই প্রয়োজন । কোরোনা পজ়িটিভ হওয়ার 45 দিনের মাথায় প্লাজ়মা দিতে পারবেন অভিনেতা । তার জন্য ওঁকে সিটি হাসপাতালে যেতে হবে ।"