পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঠিন সময়ে অর্জুনের অনুপ্রেরণাদায়ক ভিডিয়ো - arjun kapoor inspirational post

এই কঠিন সময় দাঁড়িয়ে অর্জুন কাপুর শেয়ার করলেন একটি অনুপ্রেরণদায়ক ভিডিয়ো । এমন এক লড়াইয়ের গল্প, যা সাহস জোগাবে সবার মনে ।

arjun kapoor social media post
arjun kapoor social media post

By

Published : Apr 22, 2020, 9:51 PM IST

মুম্বই : এই সময় দাঁড়িয়ে আমাদের মনের জোর রাখাটা খুব প্রয়োজনীয় । তাই নিজের ইনস্টাগ্রামে একটি অনুপ্রেরণাদায়ক ভিডিয়ো শেয়ার করলেন অর্জুন কাপুর ।

সেই ভিডিয়োতে একটা বাচ্চাকে নাচ প্র্য়াক্টিস করতে দেখা যাচ্ছে । আপাত দৃষ্টিতে দেখে মনে হবে অর্জুন একটা মজার ভিডিয়ো শেয়ার করেছেন বোধহয় । তবে ভুল ভাঙবে ক্যাপশন দেখে ।

অর্জুন লিখেছেন, "আমি ওড্রে নেঠেরির এই ভিডিয়োটা দেখতে পাই আর দেখে পুরো চুপ হয়ে যাই । ওড্রে তখন দু'মাসের ছিল যখন ওর ডায়মন্ড ব্ল্যাকফ্যান অ্যানিমিয়া ধরা পড়ে । একটা অপ্রচলিত রক্তের রোগ, যার ফলে ওড্রের শরীরে পর্যাপ্ত লোহিত কণিকা তৈরি হচ্ছিল না ।"

লিখে গেছেন অর্জুন, "তাই ওকে সবসময় স্টেরয়েড নিতে হয়, ব্লাড ট্রান্সফিউশনও করাতে হয় । কিন্তু ওর পজ়িটিভিটি দেখে আর জীবনদর্শন দেখে আমি চুপ হয়ে গেছি । আর তখনই আমার মনে হল যে, এই ছোটো মেয়েটা যদি এত পজ়িটিভ থাকতে পারে, তাহলে আমরা পারব না ? আমরা চেষ্টা তো করতে পারি..."

আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details