পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং শুরু করলেন অর্জুন কাপুর - Arjun Kapoor shooting floor

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অর্জুন । সেখানে হাসিখুশি মেজাজে কোনও একটি ছবির শুটিং লোকেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । রয়েছেন অভিনেতা কানওয়ালজিৎ সিংও ।

sdf
sdf

By

Published : Oct 13, 2020, 7:14 AM IST

মুম্বই : সেপ্টেম্বরের শুরুতেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অর্জুন কাপুর । সম্প্রতি কোরোনামুক্ত তিনি । সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সেকথা জানিয়েছিলেন । আর কোরোনামুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শুটিং ফ্লোরে ফিরলেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অর্জুন । সেখানে হাসিখুশি মেজাজে কোনও একটি ছবির শুটিং লোকেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । রয়েছেন অভিনেতা কানওয়ালজিৎ সিংও । এতদিন পর শুটিং ফ্লোরে ফিরে যে অর্জুন খুশি হয়েছেন তা অবশ্য এই ছবিগুলি থেকেই স্পষ্ট । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমি আনন্দের জায়গায় ফিরে এসেছি ।" আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন একাধিক তারকা ।

এতদিন পর শুটিং ফ্লোরে ফেরা প্রসঙ্গে একটি সংবাদ সংস্থাকে অর্জুন বলেন, "শুটিং ফ্লোরে ফিরে অসাধারণ লাগছে । যখন আমি অভিনেতা হইনি তখনও সেটে যেতাম । অনেক সময় কাটিয়েছি সেটের মধ্যে । এই জায়গাটা আমার বাড়ির মতোই । এই বছর কোরোনার জেরে পরিস্থিতি অনেকটাই খারাপ, এছাড়া আমিও এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিলাম । শুটিং ফ্লোরকে সেই সময় খুবই মিস করছিলাম । কিন্তু, এখন আমি কোরোনামুক্ত, তাই সেটে ফিরতে পেরে খুবই ভালো লাগছে ।"

বেশ কয়েকটি কাজ রয়েছে অর্জুনের হাতে । তার মধ্যে একটিতে রকুল প্রীত সিং, জন আব্রাহাম ও অদিতি রাও হায়দারির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । ছবির নাম এখনও জানা জায়নি । নভেম্বর থেকে শুরু হবে শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details