পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ব্যক্তিগত সব কিছু সর্বসমক্ষে আনার পক্ষপাতী নন অর্জুন কাপুর - শ্রীদেবী

12 বছরের বড় মালাইকা অরোরার সঙ্গে প্রেম, তাঁদের ছেড়ে অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে তাঁর বাবার গাঁটছড়া, এই সবকিছু নিয়েই মুখ খুললেন অভিনেতা অর্জুন কাপুর ৷ তাঁর আসন্ন ছবি সর্দার কা গ্র্য়ান্ডসনের প্রোমোশন চলাকালীনই ব্য়ক্তিগত জীবন নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন অভিনেতা ৷

Arjun Kapoor on dating Malaika and Boney Kapoor leaving his mom for Sridevi
ব্য়ক্তিগত সবকিছু সর্বসমক্ষে আনার পক্ষপাতী নন অর্জুন কাপুর

By

Published : May 22, 2021, 5:38 PM IST

Updated : May 24, 2021, 7:22 PM IST

হায়দরাবাদ, 22 মে : ব্য়ক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রাখতেই ভালোবাসেন অভিনেতা অর্জুন কাপুর ৷ কিন্তু এবার সেই তিনিই মুখ খুললেন বয়সে বড় মালাইকা অরোরার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে ৷ চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক বনি কাপুর অর্জুনের বাবা ৷ অর্জুনের মা বনির প্রথম পক্ষের স্ত্রী ৷ একটা সময় অভিনেত্রী শ্রীদেবীর জন্য অর্জুনের মাকে ছেড়ে চলে গিয়েছিলেন বনি ৷ এবার জীবনের সেই পর্ব নিয়েও নীরবতা ভাঙলেন অর্জুন ৷

অর্জুনের আসন্ন ছবির নাম সর্দার কা গ্র্য়ান্ডসন ৷ সেই ছবিরই প্রোমোশনে অংশ নেন অর্জুন ৷ মুখ খোলেন তাঁর ও মালাইকার সম্পর্ক নিয়ে ৷ মালাইকা বয়সে তাঁর থেকে 12 বছরের বড় ৷ তাঁর 18 বছরের একটি ছেলেও (আরহান খান) রয়েছে ৷ যার বাবা মালাইকার প্রথম পক্ষের স্বামী আরবাজ খান ৷

কথা প্রসঙ্গে অর্জুন জানিয়েছেন, অতীত তাঁকে অনেক শিক্ষা দিয়েছে ৷ ব্যক্তিগত সমস্ত কিছু জনসমক্ষে চলে এলে তার ফল ভালো হয় না ৷ এর জন্য সবথেকে বেশি কষ্ট পেতে হয় শিশুদের ৷ এক্ষেত্রে অর্জুন তাঁর বাবা ও শ্রীদেবীর এক সময়ের বিবাহ বহির্ভূত সম্পর্কেই উল্লেখ করেছেন বলে মত ওয়াকিবহাল মহলের ৷ তাছাড়া, অর্জুনের মতে যাঁর সঙ্গে আমরা জীবন কাটাই সেই সঙ্গীকেও সম্মান দেওয়াটা জরুরি ৷ তাই ব্য়ক্তিগত সম্পর্কগুলো ব্য়ক্তিগত পরিসরেই থাকা ভালো ৷

আরও পড়ুন :ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব অনুরাগীর! যোগ্য জবাবে বাজিমাত জুনিয়র বচ্চনের

মালাইকা সম্পর্কে অর্জুনের বক্তব্য, তাঁর প্রেমিকা কোন পরিস্থিতিতে সচ্ছন্দ, সেই খেয়াল তাঁকে রাখতেই হয় ৷ তাছাড়া, এই সম্পর্ক যাতে কোনওভাবেই অর্জুনের পেশাগত জীবনকে প্রভাবিত না করে, সেটাও মনে রাখতে হয় অভিনেতাকে ৷ তাই তিনি নিজের ও নিজের প্রিয়জনদের ঘিরে একটা অদৃশ্য প্রাচীর তুলে রেখেছেন ৷ ভালোভাবে এবং সম্মানের সঙ্গে বাঁচার জন্যই এটা জরুরি বলে মত অভিনেতার ৷ এবং সে বিষয়ে একেবারেই অকপট তিনি ৷

Last Updated : May 24, 2021, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details