পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুত্র সন্তান নিয়ে বাড়ি ফিরলেন অর্জুন-গ্যাব্রিয়েলা - home

বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা । গতকাল তাদের নিয়ে বাড়ি ফিরলেন অর্জুন রামপাল । নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন ও ছেলের ছবিও শেয়ার করলেন এই মডেল ।

অর্জুন-গ্যাব্রিয়েলা

By

Published : Jul 22, 2019, 10:08 AM IST

মুম্বই : প্রথম সন্তান নিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ।

বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভরতি হয়েছিলেন গ্যাব্রিয়েলা । বৃহস্পতিবার তিনি পুত্র সন্তানের জন্ম দেন । 32 বছর বয়সি এই মডেল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন ও তাঁদের ছেলের ছবি শেয়ার করলেন ।

গ্যাব্রিয়েলা শনিবার তাঁদের বাড়ির নতুন সদস্যের প্রথম ছবি শেয়ার করেন । ছবিতে দেখা যায়, অর্জুন ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে ছিলেন । যদিও ছবিতে তাঁদের ছেলের মুখ দেখা যাচ্ছে না । তিনি একটি সেলফি ও অর্জুনের দেওয়া একটি টেডি বিয়ারের ছবিও শেয়ার করেছেন ।

ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন গ্যাব্রিয়েলা

এক বছর ধরে অর্জুন ও গ্যাব্রিয়েলা ডেট করছেন । একটি সুন্দর পোস্টের মাধ্যমে 24 এপ্রিল গ্যাব্রিয়েলার গর্ভবতী হওয়ার কথা জানিয়েছিলেন অর্জুন ।

"তোমাকে পাওয়া আমার কাছে আশীর্বাদের মতো... ধন্যবাদ বেবি এই বেবিটার জন্য ।" ক্যাপশন দিয়ে অর্জুন নিজের ও গ্যাব্রিয়েলার একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন ।

এই নিয়ে তৃতীয়বার বাবা হলেন অর্জুন রামপাল । এর আগে মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন । বিয়ের 20 বছরের মাথায় 2018-তে তাঁরা আলাদা হয়ে যান । তাঁদের দু'টি মেয়ে আছে - মাহিকা ও মাইরা ।

গ্যাব্রিয়েলা একজন সাউথ আফ্রিকান মডেল । তিনি বলিউডে 'সোনালি কেবল' ছবিতে অভিনয়ও করেছেন ।

অর্জুনকে 'রক অন', 'রা-ওয়ান', 'হাউসফুল', 'ওম শান্তি ওম'-র মতো ছবিতে কাজ করতে দেখা গেছে । তাঁকে শেষ 2018-তে 'পল্টন'-এ দেখা গেছে । একটি ওয়েব সিরিজ় 'দা ফাইনাল কল'-এও তিনি অভিনয় করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details