মুম্বই : প্রথম সন্তান নিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ।
বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভরতি হয়েছিলেন গ্যাব্রিয়েলা । বৃহস্পতিবার তিনি পুত্র সন্তানের জন্ম দেন । 32 বছর বয়সি এই মডেল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন ও তাঁদের ছেলের ছবি শেয়ার করলেন ।
গ্যাব্রিয়েলা শনিবার তাঁদের বাড়ির নতুন সদস্যের প্রথম ছবি শেয়ার করেন । ছবিতে দেখা যায়, অর্জুন ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে ছিলেন । যদিও ছবিতে তাঁদের ছেলের মুখ দেখা যাচ্ছে না । তিনি একটি সেলফি ও অর্জুনের দেওয়া একটি টেডি বিয়ারের ছবিও শেয়ার করেছেন ।
এক বছর ধরে অর্জুন ও গ্যাব্রিয়েলা ডেট করছেন । একটি সুন্দর পোস্টের মাধ্যমে 24 এপ্রিল গ্যাব্রিয়েলার গর্ভবতী হওয়ার কথা জানিয়েছিলেন অর্জুন ।