পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গান ছাড়াও আর একটি কাজে সমান পারদর্শী অরিজিৎ, জানেন কী? - Bollywood

প্লেব্যাক মিউজ়িকে অরিজিৎ সিং এক একচেটিয়া নাম। তবে গান গাওয়ার বাইরেও তিনি একটি কাজে রীতিমতো পারদর্শী। চুপিসারে সেই কাজ করে চলেছেন তিনি। কী জানেন?

অরিজিৎ সিং

By

Published : May 14, 2019, 5:26 PM IST

Updated : May 14, 2019, 7:41 PM IST

কলকাতা : গায়ক অরিজিৎ যে একজন চলচ্চিত্র পরিচালক, আমরা ক'জনই বা জানি সেটা? চুপিসারে অরিজিৎ তৈরি করে ফেলেছেন তাঁর প্রথম ছবি 'সা'। 'সা'-এর সিক্যুয়ালও তৈরি করে ফেলেছেন তিনি। গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের পর 'সা' নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে সম্প্রতি। ছবি সম্পর্কে খোঁজ নিল ETV ভারত।

সঞ্জয় লীলা ভানসালি এবং অনুরাগ বসুদের মতো পরিচালকরা যখন পরিচালনার কাজে ব্যস্ত থাকতেন, তখন তাঁদের সেটে একজন এসে হাজির হতেন। তিনি আর কেউ নন, অরিজিৎ। যাঁর গান আট থেকে আশি সকলেরই পছন্দের। উদ্দেশ্য একটাই, খুব কাছ থেকে তাঁদের পরিচালনা লক্ষ্য করা। ইন্ডাস্ট্রির মানুষরা বলেন, অরিজিৎ নাকি অনুরাগ বসু এবং সঞ্জয় লীলা বনসালির অবজ়ার্ভার ছিলেন।


তারপর একদিন নিজেই ঠিক করলেন ছবি তৈরি করবেন। তৈরি হল স্ক্রিপ্ট। যেহেতু অরিজিৎ গানের জগতের মানুষ, তাই তাঁর প্রথম ছবিও গানকে কেন্দ্র করেই। উস্তাদ বড়ে গোলাম আলি খান সাহেবের জীবনের উপর এই ছবি।

Last Updated : May 14, 2019, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details