মুম্বই : অভিনয় জগতে পা রাখার পর থেকেই দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক নিয়ে কানাঘুষো অনেক কথাই শোনা গিয়েছিল । একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের । কখনও একসঙ্গে ডিনার করেছেন । আবার কখনও একসঙ্গে সিনেমা দেখেছেন তাঁরা । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের ছবি । কখনও আবার টাইগারের বোন কৃষ্ণা শ্রফ্রে সঙ্গেও দেখা গিয়েছে দিশাকে । সম্প্রতি শোনা যাচ্ছিল, যে কোয়ারেন্টাইনে টাইগারের সঙ্গেই নাকি রয়েছেন দিশা । আর এবার এনিয়ে মন্তব্য করলেন কৃষ্ণা শ্রফ ।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে কৃষ্ণাকে টাইগার ও দিশার একসঙ্গে থাকা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় । তার উত্তরে কৃষ্ণা বলেন, "দিশা এখানে নেই, কিন্তু সারাক্ষণ আমাদের পাশেই রয়েছে । আমরা কখনও কখনও একসঙ্গে দোকানে যাই ।" কৃষ্ণার কথা থেকেই স্পষ্ট যে দিশার সঙ্গে যথেষ্ট ভালোই যোগাযোগ রয়েছে শ্রফ পরিবারের । আর মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটান দিশা ও টাইগার ।