মুম্বই : অর্চনা পূরণ সিংয়ের সঙ্গে সুখী দাম্পত্যজীবন যাপন করছেন অভিনেতা পরমিত শেট্টি । তবে তাঁদের জার্নিটা শুরু থেকে এমন মসৃণ ছিল না । প্রথমে অর্চনাকে বাড়ির বউ হিসেবে মেনে নেননি পরমিতের বাড়ির লোক ।
কিন্তু, পরমিত তো স্থির করে ফেলেছেন যে অর্চনাকেই বিয়ে করবেন । কী করা যায় ? তাই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নেন তাঁরা দু'জন । একটি ছবির শুটিং করছিলেন তখন অর্চনা । কেউ কিচ্ছু জানতে পারেনি । বিয়ের চলাকালীন নাকি অর্চনার হেয়ারড্রেসার ফোনও করেছিলেন তাঁকে, তিনি কখন সেটে আসবেন জানার জন্য ।