মুম্বই : ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসা নিয়ে শোরগেল পড়ে গেছে দেশজুড়ে । অ্যামেরিকার প্রেসিডেন্টের অভ্যর্থনায় কোনও ত্রুটি রাখেননি নরেন্দ্র মোদি । রাখলেন না এ আর রহমানও । গান উৎসর্গ করলেন ট্রাম্পকে । গানের নাম 'অহিংসা' ।
গানটি লেখা হয়েছে 2019-এর নভেম্বর মাসে । এর আগে এই গানে পারফর্মও করেছেন রহমান । তবে ট্রাম্পের এই ভিজ়িটকে অহিংসা আর সম্প্রীতির বার্তায় মুড়ে দিতে পুরোনো গানটিকেই ব্যবহার করলেন তিনি ।