মুম্বই : বুধবারই তাঁদের নতুন মিউজ়িক ভিডিয়ো 'মাসাকলি 2.0' লঞ্চ করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও তারা সুতারিয়া । 'দিল্লি 6' সিনেমার এই গানটি রিমিক্স করেছেন তনিষ্ক বাগচি । আর তা মুক্তি পাওয়ার পর থেকেই টুইটারে সমালোচনার ঝড় বয়ে গেছে । আর এবার অরিজিনাল গানটির লিঙ্ক টুইটারে শেয়ার করে এর আর রহমান লিখলেন, "অরিজিনালটা উপভোগ করুন" ।
লিঙ্ক শেয়ার করার পাশাপাশি তিনি লেখেন, "কোনও শর্ট কাট নয়, অনেকগুলো নিদ্রাহীন রাত, বারবার লেখার পর তৈরি হয়েছে। 200-রও বেশি মিউজ়িশিয়ন 365 দিন খেটে এমন একটা মিউজ়িক তৈরি করার চেষ্টা করেছেন যা দীর্ঘদিন মানুষের মনে থেকে যায় ।"
অরিজিনাল গানটির গীতিকার প্রসূন জোশীও এনিয়ে টুইট করেছেন । লিখেছেন, "মাসাকলি সহ দিল্লি 6 -এর জন্য লেখা প্রতিটি গানই হৃদয়ে রয়েছে । এভাবে সৃষ্টির ব্যবহার দেখে দুঃখিত ।আশা করব ফ্যানেরা অরিজিনাল গানটির পাশেই থাকবে ।"
'দিল্লি 6'-এর পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা লেখেন, "দিল্লি 6 সিনেমাটি ও এর গানগুলি খুবই ভালোবাসার সঙ্গে তৈরি করা হয়েছে । আসুন ভবিষ্যতের জন্য অরিজিনালটাকে সংরক্ষিত করি ।"
অরিজিনাল গানটি গেয়েছিলেন মোহিত চৌহান । পুরোনো গানে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও সোনম কাপুরকে । আর নতুন গানটি গেয়েছেন তুলসি কুমার ও সচেত ট্যান্ডন । সোশাল মিডিয়ায় গতকাল মুক্তি পেয়েছে নতুন গান । সেখানে একটি হোটেল রুমের মধ্যে দেখা গিয়েছে সিদ্ধার্থ ও তারাকে । যদিও গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পরই শুরু হয়ে যায় সমালোচনা ।