পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সচেতন ভাবেই রাজনীতি থেকে দূরে থাকি : এ আর রহমান - এ আর রহমান

এমনই বললেন, অস্কার বিজেতা সংগীতশিল্পী এ আর রহমান । রাজনীতির বদলে অন্য ক্রিয়েটিভ কাজে মন দিতে চান তিনি । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

A R Rahman on politi A R Rahman on political choice cal choice
A R Rahman on political choice

By

Published : Feb 21, 2020, 10:38 PM IST

মুম্বই : বর্তমান রাজনৈতিক ও সামাজিক টালমাটালের মধ্যে প্রত্যেকেই নিজেদের মতামত প্রকাশ করছেন । সাধারণ মানুষ হোক বা সেলেব্রিটি, সবাই নিজেদের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করছেন চারপাশের পরিস্থিতিকে । তবে এসব থেকে শতহস্ত দূরে থাকতে চান রহমান । রাজনীতির থেকে বেশি প্রয়োজনীয় চর্চার বিষয় রয়েছে তাঁর কাছে, IANS কে জানালেন রহমান ।

তিনি বলেন, "সচেতন ভাবেই রাজনীতি থেকে দূরে থাকি । সেই এনার্জি আমি ভালো কিছু সৃষ্টি করতে ব্যয় করি । আমি এই কারণেই সিনেমা বা মিউজ়িক তৈরি করি, আমার ছেলেমেয়েদের এই পরিবেশের মধ্যেই বড় করি, যাতে তারা রাজনীতি বা হিংসা থেকে দূরে থাকতে পারে ।"

ছবি সৌজন্যে IANS

সুর ছন্দের মাধ্য়মে যত সহজে রহমান নিজের ভাবনাকে প্রকাশ করতে পারেন, রাজনীতির মধ্যে ঢুকলে তা পারবেন না বলে মনে করেন তিনি । চারপাশের হিংসা, দ্বেষ, মারামারির মধ্যে শিল্প-সংস্কৃতির সাহায্যে মানবিকতার বার্তা ছড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, মত রহমানের ।

আন্তর্জাতিক মঞ্চে দেশের নামকে উজ্জ্বল করেছেন রহমান । 1992 সালে 'রোজ়া' ছবির মাধ্য়মে আত্মপ্রকাশ করা ছেলেটি প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়ে দিয়েছিল । তবে ক্যারিয়ারে যে শুধুমাত্র উত্থান হয়েছে তাঁর সেটা বলা ভুল হবে..অনেক সময়েই সমালোচিত হয়েছে রহমানের ক্রিয়েশন । তবে সংগীতশিল্পীর মতে, "সমালোচনা শুনতে আমার কোনও অসুবিধা নেই । জীবন তোমায় অনেক চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে । সেগুলো গ্রহণ করাই আসল কথা ।"

ABOUT THE AUTHOR

...view details