পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে এপিজে আবদুল কালামের বায়োপিকের ফার্স্টলুক - এপিজে আবদুল কালাম

সম্প্রতি দিল্লিতে প্রাক্তন রাষ্ট্রপতি এল এপিজে আবদুল কালামের বায়োপিকের ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

িুপ
িুপ

By

Published : Feb 11, 2020, 1:43 PM IST

দিল্লি : প্রকাশ্যে প্রাক্তন রাষ্ট্রপতি এল এপিজে আবদুল কালামের বায়োপিকের ফার্স্টলুক পোস্টার । পোস্টারটি প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর । টুইটারে সেই ছবি শেয়ারও করেন তিনি ।

টুইট করে জাওড়েকর লেখেন, "এপিজে আবদুল কালামের বায়োপিকের ফার্স্টলুক প্রকাশ করা হল । এটা হলিউড ও টলিউডের একটা জয়েন্ট ভেঞ্চার । প্রাক্তন রাষ্ট্রপতির উপর তৈরি এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে ।"

কয়েক বছর ধরেই বলিউডে বায়োপিক তৈরির একটা ট্রেন্ড চলছে । ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক বায়োপিক । ঠাকরে, নরেন্দ্র মোদি, এন টি রামা রাও, শকুন্তলা দেবী সহ আরও অনেকের বায়োপিক তৈরি হয়েছে । আর এবার তৈরি হতে চলেছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বায়োপিক । কয়েকদিন আগে জানা গিয়েছিল যে স্ক্রিনে তাঁর চরিত্র ফুটিয়ে তুলবেন পরেশ রাওয়াল ।

পরেশ রাওয়াল টুইট করে ছবির কথা শেয়ার করেছিলেন । এমনকী এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলেও মনে করেন তিনি ।

তবে এটিই পরেশ রাওয়াল অভিনীত ছবি কি না তা অবশ্য স্পষ্টভাবে জানা যায়নি । চলতি বছরের শেষেই মুক্তি পাবে ছবিটি । প্রযোজনা করছেন জগদীশ দানেতি, সুবর্ণা পাপ্পু ও জন মার্টিন ।

ABOUT THE AUTHOR

...view details