নিউ দিল্লি : সুশান্ত ও তাঁর পরিবারের সম্পর্ক নাকি ভালো ছিল না । অভিনেতার পরিবার নাকি জানত তাঁর মাদকাসক্তির কথা । দিদিদের সঙ্গে ঝগড়ার জেরে হাসপাতালে ভরতি হতে হয়েছিল সুশান্তকে । এমন অনেক অভিযোগ উড়ে আসছে কয়েকদিন থেকে । এটাও শোনা যায়, সুশান্তের জীবন বিমার টাকা পাওয়ার জন্যই ছেলের মৃত্যুকে 'হত্যা' বলে প্রমাণ করতে চাইছেন তাঁর বাবা কে.কে.সিং । এই গুজব ওড়ালেন তাঁদের পারিবারিক আইনজীবী বিকাশ সিং ।
বিকাশ জানালেন, "সুশান্তের কোনও জীবন বিমা ছিল না । তাই বিমার টাকা পাওয়ার জন্য ওঁর পরিবার এই মৃত্যুকে 'হত্যা' বলে চালাতে চাইছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ।"