মুম্বই : কয়েকদিন নিজের পোষ্য ব্রুনোকে হারিয়েছেন অনুষ্কা শর্মা । এখনও মনটা গুছিয়ে উঠতে পারেননি অভিনেত্রী । আর তারই মধ্যে চারিদিকে খবর, এই কঠিন সময়ে অনেকেই নিজেদের পোষ্যকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, বা ফেলে রেখে চলে যাচ্ছেন । সেই সব মানুষগুলোর উদ্দেশে বার্তা দিলেন অনুষ্কা ।
না, অনুষ্কা নিজে কিছু লেখেননি । তবে তিনি ফরওয়ার্ড করা মেসেজ শেয়ার করেছেন । সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, দু'জন ভিনরাজ্যের শ্রমিক মুম্বই নাসিক হাইওয়ে ধরে বাড়ি ফিরছেন । সঙ্গে তাঁদের জিনিসপত্র । রয়েছে একটি কুকুর আর একটি হাসও । নিজেদের ভবিষ্যতের ঠিক নেই, তাও তাঁরা ছাড়েননি সেই পোষ্যদের ।